0
এখন এই শশীবেলা, রূপালী আলোর খেলা,
চুপচাপ পেতে রই কান;
কোথাও কেউ নিশ্বাসে, আছে পুরো বিশ্বাসে,
ভালোবাসার ভৈরবী তান।
এখন এই শশীবেলা, রূপালী আলোর খেলা,
চুপচাপ পেতে রই কান;
কোথাও কেউ নিশ্বাসে, আছে পুরো বিশ্বাসে,
ভালোবাসার ভৈরবী তান।