1
এখন তবে অন্যভাবে দেখুক ব্যাবাক লোক
তোমার সাথে আমার এবার যুদ্ধটা শুরু হোক।
ভাবছ তুমি হাসবে লোকে এই সময়ে
গর্তে বসে ঝিমোচ্ছে সব নিজের ভয়ে
তোমার ভয়ে লেজটি এখন লুকাচ্ছি না আর
উষ্ণ ঠোটের যুদ্ধটা আজ চলুক আবার।
—ইন্দিরা রোড, ঢাকা