এর পরে যেসব আন্দোলন হবে তা হলো ‘খাবারে ফরমালিন মেশাতে দিতে হবে, নইলে অনির্দিষ্ট কালের জন্য সব বন্ধ। সম্ভাব্য আর যেসব হতে পারে
-প্রাইভেট পড়াতে দিতে হবে, নইলে ক্লাস বন্ধ।
-কোচিং করা বাধ্যতামূলক করতে হবে।
-ঘুষ দেয়া নেয়াকে বৈধ করতে হবে।
ভাইরে সবখানে ডাবল স্টান্ডার্ড রাখলে এমন তো হবেই। সিএনজি অটো রিক্সায় উঠবেন, মিটার সহও আছে আবার প্রাইভেটও আছে। ড্রাইভিং লাইসেন্স করতে যান পরীক্ষা দিয়েও করতে পারবেন আবার একটু টাকা দেন জায়গামতো, পরীক্ষা না দিয়েও পেয়ে যাবেন। এমন উদাহরণ ভুরি-ভুরি। এখন দেখার বিষয় আমরা পাবলিকরা এটা কতোদিন হজম করি।
আজকে হরতাল তারপরেও ধানমণ্ডি থেকে গুলশান আসতে সময় লাগল দেড়ঘণ্টা। আমি মমিন কী এমন হরতাল চাইছিলাম?