1
ওগো প্রেম, একবার ও দিকে আর একবার এদিকে করে চাও কেন?
আমার আঙ্গুলের দিকে তাকাও,
অনেক অনেক কথার মতন চেয়ে দেখো আঙ্গুলেরও দুরত্ব অনেক..
অনেক কাল নক্ষত্রের পানে চেয়ে খানিকটা বিধাতা করেও
আঙ্গুলের দুরত্বটুকু লিখলাম কই?
প্রেম আজ তুমি উদ্বাহু হও,
সূর্যের অস্তিত্ব জানি বলেই আর একবার তোমার জয়গান করি…