1
কতকাল থেকে কবিতা লিখি না,
কতকাল থেকে তোমার হাসির পানে আগের মতন তাকাই না,
কেমন শামুকের মতন, ইদানিং সামান্য শব্দেই গুটিয়ে থাকি
অথচ সেই হাসি এখনো অম্লান,
যার দিকে তাকিয়ে এখনো কাটিয়ে দিতে পরী একটা শতাব্দী।