0
কী ভীষন সভ্যতা!
সময়ের আস্তরণ
একের পর একজন
পরিবেশে, বসে বসে
নক্ষত্রের কথা ভাবে।
আমাদের জাহাজের যাত্রীরা
সময়ের তীর ধরে এগোতে থাকে
মানুষ মাত্রই প্রকৃতির জয় ভালোবাসি
ধ্ধসে পরা, অহংকারে
প্রসূণের স্বপ্ন দেখি।