440
এই শহরের দীর্ঘ ট্রাফিক জ্যামে বসে থাকার সময় আমি কুড়িগ্রামে কথা ভাবি। কুড়িগ্রাম আমার কাছে এক ধরনণের পরিত্রাণের নাম। রায়গঞ্জের বাড়িতে আর যাই হোক এখনো সব খাবার টাটকা পাওয়া যায়। জাল ফেলে পুকুর থেকে মাছ উঠানো যায়। আর মায়ের হাতের খাবারটুকু পাওয়া যায়। ভাগ্যের নির্মম পরিহাসে এই শহরটায় আটকা পড়ে আছি। আষ্টেপিষ্টে জঞ্জাল জড়িয়ে থাকতে থাকতে প্রতিনিয়ত একটা জীবন্ত জঞ্জালে পরিণত হচ্ছি।
এবার মনে হয় সত্যি সত্যি কুড়িগ্রামে চলে যাব।
**//** ইয়েলো ক্যাফে, ধানমন্ডি, ঢাকা।