1
কোন সে নতুন ভোরে, আলতো ঘুমের ঘোরে
তোমায় দেখেছিলাম, সেদিন সাগর পেলাম।
হয়তো তখন ছিল, স্বপ্ন এলোমেলো
তোমার চোখের তারায়, দু’হাতটুকু বাড়ায়।
জানতে চেয়েছিলাম, হঠাৎ কেন এলাম
ঘুমের দেশের থেকে তোমার জানালায়?
তখন তুমি হেসে, একটু ভালোবেসে
বললে শুধু একটু তারার জন্মকথার বেলা
আমার জীবন তখন থেকেই সাগর বুকের ভেলা।
(কেউ সুর করতে পারেন)
**//** ধানমন্ডি, ঢাকা।