1
ক্ষমা চাই সময়ের কাছে
অসময়ে জানতে চাওয়া, কেমন ছিলে!
ক্ষমা চাই আমার কাছে
ভুল আমিতে আমিত্বেরই বড়াই করে!
ক্ষমা চাই ঘাসের কাছে
ইট পাথরের আবর্জনায় হারিয়ে গেলে!
ক্ষমা চাই মনের কাছে
হৃদয় গুলো কষ্ট পেয়ে বিলীন হলে!
প্রজাপতির ডানায় ডানায়
ক্ষমা চাওয়ার হাহাকারে
জীবন নামের অংক এখন
একটু একটু অন্ধকারে;
ক্ষমা করো, ক্ষমা করো
বারে বারে।
//***// ধানমন্ডি, ঢাকা।