গ্রামের ছেলে আমি। এই ২০১৮ তে এসেও ঠিক স্মার্ট হতে পারলাম না। ছোটবেলা থেকে দেখে আসা বাচ্চাদের কপালে নজর ফোঁটা কিংবা প্রেমিকার লেখা অনেক পুরোনো চিঠি- ভালো লাগে। গ্রামের ক্ষেতের আইল ধরে দূরে না তাকিয়ে পায়ের ঘাস দেখি। কত কিছু আবিষ্কার করি মানুষের পায়ের ছাপে। ঠিক কী কারনে জানি এখনো ভালো লাগে মেঘ। ছোটবেলার অভ্যাস। মেঘেদের সাথে কাটিয়ে দিয়েছি অনেকটা সময়। আমি মনে হয় ঠিক কখনো স্মার্ট হবো না। এখনো এই সামান্যতম অনুভূতি গুলো, হারিয়ে যাওয়া প্রেমিকাদের চিঠিগুলো যত্নে মনের মধ্যে রাখি। নিশুত রাতে, প্রচণ্ড নৈশব্দে এইসব সুখস্মৃতি ভেবে ভেবে চিৎকার করে কাঁদি। আমার প্রতিটা কান্নার সাথে, প্রতিটা বিরহের সাথে প্রচণ্ড ভালোবাসা মিশে থাকে। এইসব ভালোবাসার সাথে আমি মিশে থাকি প্রতিনিয়ত। এই আমার জীবন। এই আমার আমি।
**//** ধানমন্ডি, ঢাকা।