120
ঘুমাবো না, তাই বলে জেগে থাকবো কেন?
 যে হৃদয় প্রান্তরের ঘাসে মিশে যেতে চায়
 ঢেউয়ের ফেনায় নেচে বেড়াতে চায়,
 অথবা অনন্ত নক্ষত্রবীথির সাথে সখ্যতা চায়
 তাকে ঘুমন্ত দাবি করার ধৃষ্টটা কোথায়?
 তাই জেগে থাকি না, সব কিছুর সাথে মিশে থাকি আমি।

