ঘুম ভাঙল অনেক সকালে। দোতালায় থাকি তাই বৃষ্টির শব্দ পেলাম। জানালার পর্দা আলতো করে সরিয়ে নিশ্চিত হওয়া গেল যে বৃষ্টি ঝরছে। ঝরছে বাসার সামনের রাস্তায়। সাথে স্কুলের বাচ্চাদের কিচিরমিচির। এমনি দিনে তারে বলা যায়। কিন্তু বলার জন্য কেউ নেই, থাকলে বলতাম এক কাপ চা বানিয়ে দিতে।
একটা সময় পার হয়ে গেলে প্রেমিক মনও বয়ষ্ক হয়ে যায়। তখন বরষার ধারায় কারো হাত ধরে বসে থাকার থেকে প্রয়োজন হয় অনন্ত একান্ততা আর বৃষ্টির শব্দ। আর এক কাপ চা। এক কাপ চায়ের জন্য এখন একজন দরকার। সযতনে সাজিয়ে রাখা চায়ের কাপ আর চা বানানোর সরঞ্জাম আছে। কিন্তু এই সুন্দর বৃষ্টিস্নাত সকাল আমাকে অলস থেকে অলসতর বানিয়ে দিচ্ছে।
সুপ্রভাত। গাছের পাতাগুলো আজকে অনেক সুন্দর। বসন্তের কচি সবুজ পাতা এখন ঝলমল করছে। পাতার মতোন ভালো থাকুন সবাই।
ঘুম ভাঙল অনেক সকালে। দোতালায় থাকি তাই বৃষ্টির
127
previous post