4
চেয়ে দেখো সমুদ্দুরের জল গেছে নেমে,
জলহীন মাছেরা জলহীন শব্দ করে
তোমার আধো ঘুম চোখে;
একটা মহাসমুদ্দুর হেটে পার হয়ে যাওয়ার কথা ছিলো
এক খন্ড মেঘের দেশে ভেসে বেড়ানোর কথা ছিলো
অথচ, কেমনতর জলহীন মাছেদের সাথে পড়ে আছি!
এইসব মাছেদের সাথে আস্টেপৃষ্ঠে চলে
তুমি আমি ভুলে গেছি জলের স্বাদ!
জলহীন বুকে হেটে যায় দুটো দাড়কাক!