5
ছলাৎ ছল ছলাৎ ছল
অন্যন একটা নদীর কথা বল;
রাতদুপুরে শ্যাওলা হলো তন্দ্রাটা
চোখের উপর হঠাৎ পড়ে শীতল হাত
আমার এখন অনন গানের কী দরকার
বাজছে সানাই, নদীর জলে অন্ধকার……