0
ছোট ছোট দলে
কিছু লোক মেপে-মেপে চলে
অভ্যাস তাদের
আছে সমস্ত জগতের হা
জগতে আছে কিছু যা
সবই হয় উদর গত;
বড়ই উদ্ভট চারপাশ
দৃষ্টি যায়,
প্রতিত্তোরে দর্শন হতাশ।
আমারেও সঙ্গে নিবে বলে
কিছু লোক পিছেপিছে চলে
যা দেখি, তা দেখি না
এই আমি, আমার ভাবনা।
**//** ধানমন্ডি, ঢাকা।