0
জলে তার ভ্রমণের ছিল সাধ
এখন সে নদী
তুমি আমার সময় হও, ইচ্ছে ঘড়ি
স্থির কালে সাঁতারকাটা;
যে হিসেব চেয়ে বসেছিলে নক্ষত্রের সাথে
মস্ত এক সময়ের কাছে
আমার হৃদয় একটা পেন্ডুলাম,
দুলছে, দুলছে, দুলছে।
ক্ষমা করো, আমিই সময়।
**//** ধানমন্ডি, ঢাকা।