0
জানালার রং হবে ভোরের শিশির,
আলতো একটু রোদ্দুর হবে আমার শরীর
দেখো কেমন অবেলায় আমি আজ আলোতে ডুবি
আমার তো শরীর নেই, আছে এক চিলতে নীল।