জীবনের অর্থ অথবা বেঁচে থাকার অর্থ একটু কমই ভাবি। এই ভারী বিষয় অনেক প্রতিভাবান মহান মানুষও ঠিক বুঝে উঠতে পারেন নি, আমি কোথাকার কোন নির্ঝর। কিন্তু এই ছুটির দিনে, শুক্রবারে আনন্দ-ফূর্তি বিসর্জন দিয়ে কেন জীবনের অর্থ নিয়ে বলছি, এটা একটু খোলাসা করি।
দুই বছরের বেশী হলো ডিভোর্স হয়েছে। তাই অফিসিয়ালি এখন সিংগেল। কলিগ, বন্ধু-বান্ধব এবং পরিবারের লোকেরা প্রকাশ্যে, অ-প্রকাশ্যে, আকারে ইঙ্গীতে বলার চেষ্টা করছেন আবার বিয়ে করছি না কেন বা কবে করব। আমি এক এক জনকে এক একটা জবাব দেই। বেশীরভাগ সময় অদ্ভুত একটা হাসি দেই। এই হাসি রপ্ত করতে ভালোই সময় ব্যয় হয়েছে।
অনেক বিয়ে করে ফেলেছি। আমার ঠিক এই মুহূর্তে আর বিয়ের শখ নাই। তবে বিয়ে খাওয়ার শখ হচ্ছে অনেক। যেমন আজকে দুপুর থেকে বিয়েবাড়ির কাচ্চি খেতে ইচ্ছে করছে। কিন্তু উপায় নেই। আমার ফেসবুক বন্ধুরাও বড় বেরসিক। কেউ বিয়েই করছেন না। আফসোস।
আমার জীবনের খোঁজ রাখা বন্ধ করে সবাই বিয়ে করে ফেলুন। ভালো হয় একদিন পর পর এক এক জন বিয়ে করুন। আর আমাকে অনেক অনেক কাচ্চি খাওয়ান।