4
ঝরা পাতা ঝরে যাক, ফুরাক বাঁশি
কুহুতান কেন শুধু ফাগুনের?
আমারে তুমি শীতল হাতে ধরো?
অর্ধেকটা পাথর, নীরব, নীল
মানবীরা রক্তের উত্তাপে কেন সন্ত্রস্ত?
পুরে যাক হাজারটা ট্রয়
আমার আরালে এ কোন বাঁশি কথা কয়?
হারানো সুর তুমি হারানো ব্যথা
সামনে সমস্ত পথ, রক্তিম আভা।
–নির্ঝর/ঢাকা/২৫জুন/২০১৪/রাত ২:১৫.