1
ঢেউয়ে ঢেউয়ে দুলে, ছেলেবেলা ফেলে
অপার বিস্ময় নিয়ে নাগরিক কবি!
সেই কোন কালে, আজন্ম ভুলে
এঁকে যাই জীবনের না দেখা ছবি।
অথচ সময় ছিল মেঘেদের সাথে
আমার গ্রামের সেই সব ঝরের রাত
আমের বন্যায় ভাসা সেই প্রভাত
মিছেমিছি ডাক দেয়, ট্রাফিক জ্যামে
ভাবি, মিছে কেন এই ভ্রম, নাগরিক আমি
এখানে সবার কানে স্বচ্ছ কাচ
যতই চিৎকার করি, বিশুদ্ধ স্বচ্ছতায় প্রতিহত হই;
আমিও এবার কাচের হৃদয়
বার বার ব্যবচ্ছেদ শেষে
নিজের ছায়াতে মিশে
শেষে আজ হয়ে উঠি অপার বিস্ময়!
***//** ধানমন্ডি, ঢাকা।