আমি ধানমন্ডি থেকে মিরপুরে যাব। সময় সন্ধ্যা ছুঁই ছুঁই করছে। বাসে যাওয়ার উপায় নেই, অনেক ভীর। তাই একটি সিএনজি অথবা টেক্সির জন্য দাড়িয়ে আছি 27 নম্বর মোড়ে। অনেক সাধাসাধি’র পর এক ট্যাক্সিওয়ালা রাজি হলো যাওয়ার জন্য। এই দয়ার জন্য তাকে দিতে হবে 30 টাকা বেশি। উপায় নেই; উঠে পরলাম।
আমি ট্যাক্সিতে উঠে চুপচাপ থাকি না। গল্প করতে পছন্দ করি ট্যাক্সিওয়ালাদের সাথে। বেশিরভাগ দিনই গল্প বেশিদূর গড়ায় না। বিষয়বস্তু হয়ে যায় “মালিক অনেক বেশি জমা নেয়”। তবে আজকের ট্যাক্সিওয়ালা বড়ই রসিক। সে প্রচন্ড উত্তেজনার সাথে বলে যাচ্ছে কীভাবে তাদের কোম্পানি’র একটি ট্যাক্সি ছিনতাইকবলিত অবস্থা থেকে ফিরে এসেছে। আমি মজা পেলাম।
যখন মিরপুরে, আমার ট্যাক্সিওয়ালা আমার কাছ থেকে 10টাকা কম নিল। মানে তাকে অতিরিক্ত 20টাকা দিতে হলো। আর আমাকে বলল “10টাকা কম নিলাম”। হায় দয়া!
আমি কী কোন জোকস বললাম!
তব দয়া, তব দয়া দিয়ে পারি যেন জীবন ধুতে
2K
previous post