9
তুমি কখনো আমার এই ম্যাসেজ গুলো দেখ? তুমি কি এখনও আগের মতো কাঁদো? তুমি এখনো গভীর রাতে ফোনে কথা বলো? তুমি কি বৃষ্টিতে ভীজ? কতো প্রশ্ন আমার মধ্যে, তাই না? আচ্ছা তুমি কি কখনো আমার কাছে প্রশ্ন কর? যা হতে পারত তা নিয়ে কি কখনো ভাব? আমার অশ্রুজল শুকালো কেমন করে বা আমার দীর্ঘতর রাতের প্রহর গুলো কেমন করে চলে গেল, তা নিয়ে তুমি হয়তো ভাববে না।