4
তুমি প্রিয় কবিতার মতো
একান্তে আবৃত্তি করা,
যোগাযোগ অসম্ভবে
তবু তার ম্যাসেঞ্জার
খোলা রাখি, চেয়ে থাকি
অপলক, যতক্ষণ তুমি অনলাইন
মেঠোপথে হেঁটেবেড়া
ছেলেটির প্রেমও আস্তে আস্তে বুড়ো হয়
শীতের রাতে, কম্বলমুড়ি দিয়ে
একান্তে পাঠ করি সেই ধারাপাত
ভালোবাসি, ভালোবাসি
সযতনে জড়িয়ে রাখা
তোমার দু’টি হাত।
**//** ধানমন্ডি, ঢাকা।