0
তোমাকে খুঁজতে গিয়ে
চলে আসে সমস্ত জমাট বরফ!
তোমার তো উত্তাপ ছিল
কেন আজ শীতল শরীর!
বারবার সূর্যে পুড়ে আমি এখন রোদ্দুর
ছায়াহীন প্রাণ –
জেগে থাকি, চেয়ে থাকি পলকমাত্র
খুঁজি আমি, জানি একদিন
তেপান্তরের মাঠ, রাক্ষস-রাক্ষসী আর
জীয়ন কাঠি নিয়ে
রূপকথা আসবে…
**//** ধানমন্ডি, ঢাকা।