6
তোমাকে বলছি, বিদ্রোহ এনে দিব,
চেয়ে দেখ চারিদিকে সমূদ্রের মতোন প্রতিবাদ
মানুষের মিছিল, শত শক্তির আলো
তোমার প্রেম আরো তীব্র ভাবে ঢালো
চেয়ে দেখ ভালোবাসার মানুষেরা সজাগ
প্রিয়তমা, তোমাকে দিলাম নতুন শাহবাগ।