139
“তোমারেই যেন ভালোবাসিয়াছি
 শত রূপে শত বার
 জনমে জনমে, যুগে যুগে অনিবার।
 চিরকাল ধরে মুগ্ধ হৃদয়
 গাঁথিয়াছে গীতহার,
 কত রূপ ধরে পরেছ গলায়,
 নিয়েছ সে উপহার
 জনমে জনমে যুগে যুগে অনিবার।”

