8
তোমার উত্সের সাথে আমার উত্স মিশে একাকার,
বড় আজব এই সব জোত্স্না সমাচার,
অনন্ত আনন্দ অথবা বিরহী জনেদের
ছায়া ফেলে একই ভাবে;
আমার তো আক্ষেপ নাই, আমার তো চাইবার নাই কিছু!
তবু কেন কষ্ট দাও? ছুড়ে দাও এই অন্ধকার?