2
তোমার কি দেহ ছিল তবে
মমির ভিতরে আরো এক মমি
ছায়ার ভিতরে এখন কেন
অসময়ের এক খণ্ড ভুমি?
তুমি ছিলে তাই, আমারো দেহ ছিল
কিছু ভাঙা পেন্সিলের মিছিল।