5
তোমার জন্য রাত্রী হলো ভোর
তোমার জন্য শেষ বছরের গান
তোমার জন্য অপেক্ষার পালা শেষে
অদ্ভুত ভাবে কাঁপছে আমার প্রাণ।
তবুও শুধু তোমার জন্য লিখি
তবুও কাটে প্রহর তোমায় ভেবে
তোমার জন্য আর একটা বছর বাঁচি
আমার একটা অন্য রাত্রী হবে।
–ধানমন্ডি, ঢাকা।