3
তোমার সাথে চলতে গিয়ে মূমধ্যসাগরে
ঢেউ ভাঙে, ভাঙে হৃদয়, ওড়ে চুল এলোমেলো,
কতবার জোয়ার ভাটা হলে ধুয়ে যাবে হৃদয়ের ক্ষত!
তবে কী কোন একদিন প্রাচীন ফারাওদের মতো জেগে উঠে
সারিসারি মৃতদের মাঝে খুঁজে নিব, হিসেব আমার
তুমি তো ছিলে মমির মতো,
কবেকার কোন ভাঙনের মাঝে জেগে উঠলে আবার!
ভাঙন ধাবমান, ভাঙন সুন্দর
অসময়ের মাঝে ধীরে ধীরে সময় ভেঙে খান খান
রাজা নেই, রাজ্য নেই, শালিকেরা খেয়ে গেছে ধান।
**//** ধানমন্ডি, ঢাকা।