তোর জন্য মাঝ রাতে ডুবে গিয়ে হয়ে গেছি চাঁদ
তোর জন্য হলো অরণ্য আমার এ খোলা ছাঁদ
জানি জল গড়ায় আর কুয়াশায় ভিজে যায় চোখ
তোর আর আমার উপন্যাসটা আবার শুরু হোক।
অধ্যায় অধ্যায়ে লিখে গেলি তুই নিজে বেছে
আমার দীর্ঘ রাত আর শীতল ঘরের মেঝে
একটা কোকিল এল কাক তাড়ুয়ার বেসে
তোর জন্য রঙ পেন্সিল উঠল আবার হেঁসে।
বারালেই হাত দেখিস ঘাসের হৃদয় উঠবে হাতে এসে
শালিক বেলার কিছু স্বপ্ন মেঘের সাথে ভেসে
তোর জন্য এক অন্য প্রভাত হলো শুরু
তোর জন্য তিরতিরিয়ে কাঁপছে আমার ভ্রু।
জানি দেখা হবে সন্ধ্যা হবার আগে
তোর জন্য সময়টা বসে থাকে।
<<<গতকাল সকালে লেখা। সুরটা মাথায় আছে কিন্তু আমি সুরকার না।