126
দিনে দিনে তালিকার রিমেম্বারিং লিস্ট বড় হচ্ছে। মাঝে মাঝে অনেকের জন্মদিনে শুভেচ্ছা দেয়ার পর মনে পড়ে সে তো নেই। কী অদ্ভুত ভাবে মৃত এবং জীবিতরা মিশে আছি। ফেইসবুক পারেও।
 কিছুদিন আগে স্মৃতিচারণ করতে গিয়ে ফেইসবুক দেখাল কত কিছু অথচ যার সাথে ছবি বা যাদের ছবি তারা আজকে থেকেও নেই। বেরসিক ফেইসবুক এই সত্য জানে না। মিথ্যে আর সত্যের অবাক মিশ্রনে খারাপ কাটছে না।
 একদিন হয়তো এই আমি মিশে যাব। কারো কারো তালিকায় হয়তো জ্বলজ্বল করে তাকিয়ে থেকে বলব ‘তবু মনে রেখ’।
 শুভ রাত্রী। হ্যাপি থার্স্টটি নাইট।

