নতুন বছর আসছে তাই পুরাতন বছর আড়াল হবে। সময়ের এমনই হিসাব, চলতেই থাকবে। অনেক কারনে এই বছরটা আমার জন্য গুরুত্বপূর্ণ।
১. জীবনের প্রথম উপন্যাসটা শেষ করেছি।
২. বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ করেছি।
এবং গত দিন থেকে বাসা পাল্টাচ্ছি। আসলে শেষ দিন দুইটা গেল যাকে বলে “ছেড়ে দে মা কেঁদে বাঁচি” অবস্থায়। গতকাল থেকে বাসা বদলের তোড়জোড়। সকাল থেকেই শুরু আর সেই সময় ডেইলি স্টার থেকে ফোন যে তাদের ইন্টারনেট গায়েব। তাই একদিকে বাসার জিনিস সামলাই আর এক দিকে আমার টিমের সাথে কাজ করি।
প্রায় ৮ ঘন্টা পর ডেইলি স্টার ঠান্ডা হয় কিন্তু আমার বাসা এখনো অশান্ত। পুরো বাসায় জিনিসের ছড়াছড়ি। আমার জিনিসগুলো মাতাল হয়ে আছে, কোন কন্ট্রোল নেই। আজকে থার্টিফাস্ট তাই সেগুলোকে একটু পার্ট করার সুযোগ দিয়েই দিলাম যদিও এখনো বাসায় মিস্তিরা কাজ করছে।
এই নতুন বাসায় মোবাইল ফোনের নেটওয়ার্ক থাকে না। সুতরাং আমাকে মনে হয় অনেকেই আর ফোনে পাবেন না। মানে যতক্ষণ বাসায় থাকব। আশা করছি আমার প্রাণপ্রিয় কর্মিরা কালকে ইন্টারনেট সংযোগটি স্থাপন করতে পারবেন। ইন্টারনেট এখনো নেই। অবশ্য পুরো বাসায় কোথাও বসার জায়গাও নেই। এই রকম বিশৃঙ্খল অবস্থায় বছরটা শেষ হচ্ছে। খারাপ কি! সবার তো আর ড্রয়িংরুমের ফ্রেমে বাঁধানো ছবির মতোন গল্প হয় না। আমি গল্পের কারিগর। আমার ড্রয়িংরুম আমার বিছানা পার্টি করতে থাকুক। আমি আপাতত বাসা থেকে ভাগি।
নতুন বছর আসছে তাই পুরাতন বছর আড়াল হবে।
1
previous post