3
প্রথম যৌবনে একবার একটা উপন্যাস শুরু করেছিলাম। অগ্রজেরা বললেন অপপেক্ষা কর। আমি অপেক্ষা করলাম। এখন রঙ তো আর মিশে না। তারপরেও অনেক সাহস করে শুরু করলাম। অনাদিকাল পর্যন্ত লিখে দিব একটা বিষন্ন রাতের কথা। হাসি ভোর মুখে লিখে দিব কোনও একটা গানের কথা, কোনও নতুন সুরের কথা। সবাই জীবনের উপাদান এ লিখবে, এটাই স্বাভাবিক। যার জীবন সঙ্গীতময় সে তো গান এর কোথায় লিখবে। গান দিয়েই শুরু হউক নতুন উপন্যাস।