4
প্রান্তরে এঁকেছি নানা রঙে
দিগন্ত রেখায় চেয়ে দেখি প্রজাপতি,
বসেছে আমারি আঁকা সবুজ ডালে-
বেদনার বসন্ত, অবেলা, শেষ বেলা
হারাবার নিমিত্তে হারিয়ে ফেলা
কত যতন করে, করে আয়োজন
ভুলে যাব বলেই বসে থাকি,
অথচ আয়োজনের আয়োজনটাকেই
বড় অদ্ভুতভাবে মনে রাখি।
আমার দীর্ঘশ্বাস জমা থেকে সুদাসলে ফিরে আসে
এ কেমন মৃত্যু! বলে যাবার আগে মুচকি দিয়ে হাসে!
-ধানমন্ডি, ঢাকা।