1
ফারুকী আমার প্রিয় পরিচালক নন। কিন্তু তার ডুব দেখার ইচ্ছে আছে। এই সপ্তাহে একটু ঝামেলায় আছি, তাই পরের সপ্তাহে হলে গিয়ে দেখব। কিন্তু যেসব রিভিউ পড়ছি, পরের সপ্তাহ পর্যন্ত এই বস্তু হলে চলবে তো? এখন পর্যন্ত একটা ভালো রিভিউ পেলাম না। কোন ভালো রিভিউয়ের লিংক থাকলে দিন। নাকি এই সিনেমা দেখার কিছু নাই?