5
বসন্ত আসিতেছে তাই
পথের পাশে চোখ আর
গাড়ির চাকার সাবধানতা;
বস্তুত সকল ঝরে যাওয়া পাতার আকুতি
একটু একটু করে নিস্তব্ধতার হাহাকার
সমকালে আমার নিজস্ব বিস্তার-
পাশে ফেলে রাখা অজানা ডায়েরি
বড়ই আজব লীলা-
যা জানি, তা ভুল জেনেছি
বারংবার ঘষামাজা করে
মুঝে ফেলে নিজেকে আবার আঁকিয়ে যাওয়া;
কতটা দীর্ঘ হলে বলা যাবে অনেক লিখেছি?
কতটা রঙীন হলে বলতে পারব আমি সম্পূর্ণ?
আর কতবার ভাঙলে হবো হৃদয়ের লোক!
তুমি যাও চলে-
এই চিরহরিৎ পত্রলেখায় আজ সংসার পেতেছি।
**//** ডেইলি স্টার সেন্টার, ঢাকা।