139
বাহিরে যেমন দেখ, ভিতরে তার থেকে বেশি ক্ষত!
 পূর্ণিমার রাতে কিন্তু রঙহীন চাদর পড়ে থাকি,
 তাতে কী? যে যার মতন করে ভেবে নিক।
 আমাকে স্পর্শ কর, আর তীব্র ভাবে কাছে টানো
 আমি তো চাঁদের আলোর সাথে মিশে যেহে চাই!
 আসলে সকল রঙই আপেক্ষিক, যেমন হৃদয়ের টান!

