1
বিরামহীন বসে থাকি
এপাশ ওপাশ আরো কতো পাশ
পাশ করে ফেল হয়ে যাই
যেদিকে তাকাই, কী একটা নাই
নাইয়ের ভূবন জুরে একা বসে আছি
অথচ নিশুত রাতে
তোমার আমার ধারাপাতে
খেলেছিলাম যোগে আর গুনে
এখন কেন আমার খাতায় অদ্ভুত আঁকিবুকি
ভালোবাসি বলেই বার বার মাথা ঝুঁকি।