5
বুকের পাঁজর খুলে দেখে নাও পরান আমার,
কি সুন্দর, ঝলমল চারিদিকে,
তাকাও, ডুব দাও গভীরে,
চিনেছ কি আমায়? জেনেছ অস্তিত্ব আমার?
বুকের পাঁজর খুলে দেখে নাও পরান আমার,
কি সুন্দর, ঝলমল চারিদিকে,
তাকাও, ডুব দাও গভীরে,
চিনেছ কি আমায়? জেনেছ অস্তিত্ব আমার?