2.2K
ভাওয়াল রাজা বা সন্যাসী রাজার ইতিহাসটা মোটামুটি জানি। কিন্তু কখনো তার রাজবাড়ি দেখতে যাওয়া হয় নি। অথচ বাসা থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরে। কী আশ্চর্য।
সুখ কায়সার। যার মা সম্পর্কে আমার বোন। সুখ অনেক দিন পর লন্ডন থেকে দেশে এসেছে। আবার চলে যাবে। কবে দেখা হয় বা না হয় এই ভেবে এক ঢিলে তিন পাখি। পাখি নাম্বার ওয়ান: ঈদে কোথাও যাই নাই। বাকী দুইটা সুখের বাড়ি আর ভাওয়াল রাজবাড়ি।
অনেক মজা হয়েছে। মাত্র ২৫ মিনিটে ঢাকা থেকে পৌঁছে গিয়েছলাম। রাস্তা পুরা ফাঁকা ছিল। বাকীটা এই ছবিগুলো।