1
মাঝে মাঝে মনে হয় ঘুমাইতেছি নাকি জেগে আছি বুঝি না। সবার আদর্শ কি দিনে দিনে হোসেইন মোহাম্মদ এরশাদ হয়ে যাচ্ছে নাকি?
প্রিয় সরকার,
চীন এক সময় সকল বিশ্ববিদ্যালয় গুলো বন্ধ করে দিয়েছিল। কারন ওনারা ওনাদের গোলটা জানতো। তাই দক্ষ জনগোষ্ঠি তৈরিতে কর্মমুখি শিক্ষায় এগিয়ে এসেছিল। আমাদের যা অবস্থা আমাদের প্রাইমারি শিক্ষাটা কার্যকর ভাবে শুরু করা দরকার। গলদ আসলে গোড়াতে। হয় গোড়া কেটে দেন নয়তো বেশি করে যত্ন নিয়ে সার পানি ঢালেন।
আমি খুব হতাস।
http://www.banglatribune.com/country/news/106591/হেফাজতের-সমাবেশে-সেই-ছাত্র-শিক্ষক-শ্যামল-কান্তির