0
মাত্র শুনলাম তুহিন ভাই আর নেই। Rabi Khan ভাই আমার প্রতিটা কাজের সাথে ছিলেন। আমার প্রতিটা কোম্পানির লোগে, আর্টওয়ার্ক, স্টেশনারি সবই ওনার করা। আমার প্রথম উপন্যাসের কাভার কিংবা আমার পোস্ট করা সামান্য ঈদ শুভেচ্ছার গ্রাফিক্স সবই তার অবদান। আমার কেমন জানি অসহায় লাগছে। স্পষ্ট দেখছি একটা সবুজ ক্যানভাসে তুহিন ভাই হাটা শুরু করেছেন এবং শেষ বিন্দুতে মিলিয়ে গেলেন। তুহিন ভাই, আমার নতুন লোগোর কী হবে????? হায়রে জীবন…. .