6
যেখানে জলের শুরু, শেখানে আমার শেষ;
দাড়িয়ে নিজের ছায়া দেখি
জগতের সমস্ত ভয় আসলে নিজেকে;
জলে আমার ছায়া পড়েছে গো!
পৃথিবীর সমস্ত আয়োজন ‘হলেও হতে পারতো’
তবুও নিজের ছায়াকে এখনো মেপে চলি
আমি একই সাথে আমার প্রিয় আর
অন্যভাবে নিজেই নিজের খুনি।
ধানমন্ডি, ঢাকা।