9
রাত্রী সেতো স্বভাবে মলিন, তাকে সয়ে থাকা যায়
ভোরের পথের দিকে চেয়ে থাকা যায়
সে ভোর অন্ধ হলো, কি হবে এখন?
তার যে কথা ছিল আলো দেয়ার!
ও কী সূর্য নাকি স্বপনের চিতা
ও কী পাখির কুজন নাকি হাহাকার?