1
রোদের সকাল দেখবো বলে রোদের কথা ভাবি
আকাশ আছে মস্ত একটা স্বপ্ন সুখের চাবি,
সামনে কিন্তু হাত বাড়ালেই সুর্য পোড়া ছাই
স্বপ্নগুল ধ্বসে পরে, এখন দুঃখ বিলাই….
(স্টাটাস কবিতা, ৩১ ডিসেম্বর, ২০১১)