0
শব্দ নিয়ে খেলা করি
প্রতিটা বর্ণের আর্তনাদে
নিজেকে বন্দী করে বাঁচি
এটাই নিয়তি আমার অথবা শব্দের।
মৃত্যুর মতো শীতল হয়ে গেলে
প্রতিটা শব্দ হয়তো আমার শ্লোগানে মুখর
হয়তো বর্ণগুলো আলাদা হয়ে যাবে
মৃত্যু তাদের ছিলনা কখনো।
আদতে প্রতিটি কবিতা কিংবা কবি
অমরত্বের খোঁজ জেনে যায়
ভালো আছি বেশ এখন
কিছু কিছু শব্দের অবহেলায়।
**//** ধানমন্ডি, ঢাকা।