1
সংবেদনহীন মানুষের সাথে আমার সংবাদ লইয়া কি করিব? যেখানে আমি এবং তাহারা মিলে মিশে একাকার সেখানে নিশুত রাতে এ গানের কি দরকার। তার থেকে সেই ভালো সেই ভালো.. নিজের হস্তরেখা নিজের আয়নায়।
আজকে আমর বইটা বের হওয়ার কথা। আশা করি বের হবে। বইটা দেখার অপেক্ষায় আছি। আর কোন কিছুর ওপর এই মুহূর্তে আর কোন টান নেই।