1
সকাল হলো বলে,
অন্য কিছু ভুলে
ব্যস্ত থাকি দিনের অপেক্ষায়;
জীবন এখন চলে
জলে এবং স্থলে
একটু একটু বাঁচার আকাঙ্খায়।
**//** ধানমন্ডি, ঢাকা