10
সময়কে আমরা অনেক সহজে একা করে দেই,
একক সময়কে ঘণ্টা, মিনিট বা সেকেন্ডে বেঁধে ফেলি,
তারপর আবার সেকেন্ডকে করি ক্ষুদ্র,
মূলে যেতে চাই;
কিন্তু সেকেন্ডের থেকেও অনেক ক্ষুদ্র একটা একক আছে আমার:
‘তুমি’
তোমাকে ভাবতে আমার সময়ের হিসাব লাগে না;